Current Affairs (Bengali Version)

Current Affairs in Bengali
কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯

Appoints & Organizations

 

 

 

 

 

 

 

 

 

 

 

বাংলায় একমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স ২০১৯ এবং ইয়ার বুক। পি.ডি.এফ ডাউনলোড। বর্তমানে যে সব কম্পিটিটিভ পরীক্ষা হয়, প্রায় সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনাবলী।

প্রাথমিকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স সোজা বিষয় বলে মনে হলেও মনে রাখার ক্ষেত্রে বেশ জটিল বিষয় এটি। নির্দিষ্ট পদ্ধতিতে এটি না পড়লে বা মুখস্থ করলে পরীক্ষার সময় সঠিক উত্তর করার ক্ষেত্রে বেশ বেগ পেতে হয়। সুতরাং ১০০ শতাংশ উত্তর পরীক্ষায় করে আশা একটি বিশেষ কলা।

অনলাইন মক টেস্টের মাধ্যমে আপনি সহজেই বুঝে নিতে পারবেন আপনার প্রস্তুতির লেভেল বর্তমানে কোন অবস্থায় আছে.। একমাত্র এসেন্ট কোচিং সেন্টার বিনামূল্যে প্রস্তুতি চেক করার জন্য অনলাইন মক টেস্টের ব্যবস্থা করেছে।

সুতরাং এসেন্ট কোচিং সেন্টার এর সঙ্গে যুক্ত হন এবং আপনার প্রস্তুতি সর্বোচ্চ স্তরে পৌঁছান।

অনুশীলন হল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, সে যে ধরনের পরীক্ষা হোক না কেন.। সুতরাং সঠিক অনুশীলন না হলে সহজে সাফল্য আসে না। অনলাইনে সেরকম ভালো ওয়েবসাইটের প্রাচুর্য নেই যেখান থেকে আপনি একসাথে প্রয়োনীয় তথ্য পাবেন বা অনুশীলন করার সুযোগ পাবেন.। এই সব কথা মাথায় রেখে এবং পরীক্ষা প্রার্থীদের চাহিদার জন্য আমাদের এই ওয়েব সাইট।So, follow our site for Current Affairs in Bengali.

আপনারা যাতে সহজে সঠিক প্রস্তুতি নিতে পারেন তার জন্য সিস্টেমেটিক পদ্ধতিতে অনুশীলন ও প্রস্তুতিতে সাহায্যের জন্য বিশেষ ব্যবস্থা করেছে এসেন্ট কোচিং সেন্টার।

প্রথম ধাপ হল ভিডিও র মাধ্যমে বিষয় ভিত্তিক ও প্রশ্নত্তোরের মাধ্যমে বিস্তারিত আলোচনা।
পরবর্তী ধাপ হল টেক্সট ফাইল অর্থাৎ আমাদের ওয়েবসাইটের পেজে পেয়ে যাবেন টেক্সট সফ্ট কপি পি.ডি.এফ।
এবং শেষ ধাপ হল অনলাইন মক টেস্ট। যেখানে আপনি চেক করে নিতে পারবেন আপনার প্রস্তুতি।

আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেইসবুক পেজ Ascent Coaching Centre এবং ফেইসবুক গ্রুপ Current Affairs & General Knowledge -এ। Current Affairs in Bengali

Current affairs in bengali
Our e-magazine